তিন মৌসুম ধরে দলবদলে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে মঞ্চস্থ হয়েছে অবিশ্বাস্য একটা নাটকের। তিনবারই একপর্যায়ে মনে হচ্ছিল, পিএসজি ছাড়া এমবাপ্পের জন্য কেবলই সময়ের ব্যাপার। এমনকি পরিস্থিতি এমন হয়ে ওঠে যে তাঁর পিএসজির হয়ে আবার মাঠে নামাটাও অবিশ্বাস্য কিছু বলে মনে হয়।
কিন্তু কোনো এক দৈব বলে শেষ পর্যন্ত এমন কিছু ঘটে যে নতুন মৌসুমে আবারও এমবাপ্পেকে দেখা যায় পিএসজির জার্সিতে। আর যথারীতি প্যারিসিয়ানদের হয়ে এমবাপ্পেও ম্যাচের পর ম্যাচে গোল করে যান। আগের দুবারের মতো এবারও ব্যতিক্রম কিছু হয়নি। দলবদলে চলেছে নানা মান-অভিমান পর্ব। অন্যদিকে সব ভুলে মাঠে নামতেই শুরু গোলবন্যা! সর্বশেষ গতকাল রাতে লিওঁর বিপক্ষে তাদের মাঠে পিএসজির ৪-১ ব্যবধানের জয়ে এমবাপ্পে করেছেন জোড়া গোল।
EVENT INFO :
- Start Date:September 12, 2023
- End Date:January 23, 2025