বাহরাইন সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী, উদ্বোধন করবেন দূতাবাস

  • September 20, 2023

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে (ডানে) বাহরাইনের বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়ছবি: এএফপি

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গতকাল রোববার বাহরাইন সফর শুরু করেছেন। আজ সোমবার তিনি বাহরাইনে ইসরায়েলের নতুন দূতাবাস উদ্বোধন করবেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম চুক্তির আওতায় চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এই চার দেশের মধ্যে প্রথম কোনো দেশ সফর করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

EVENT INFO :

  • Start Date:September 20, 2023
  • End Date:January 23, 2025