টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দুটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। প্রোগ্রাম দুটিতে পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রোগ্রাম দুটি হলো, M.Sc. (Engg.) বা মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এবং M.Engg. (CSE) বা মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই দুটি প্রোগ্রামে বিভাগ কতৃক নির্ধারিত আসনে ভর্তির জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্রিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী বিএসসি ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য নির্ধারিত আবেদনপত্র অনলাইনে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।