২০১২ সালের আগে স্থাপিত ও চালুর জন্য আবেদন করা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল শিক্ষক। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে গতকাল রোববার থেকে এ কর্মসূচি চলছে। সমিতির মহাসচিব মো. ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার থেকে আশ্বাস পেলেই তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে চলে যাবেন।