বিউপিতে স্বাগতম
একটি স্কুল শিক্ষার জন্য একটি প্রাধিকৃত স্থান, যেখানে শিক্ষার্থীরা শেখার সুযোগ পেতে। এটি নতুন জ্ঞান সংগ্রহের একটি গোষ্ঠী এবং ব্যক্তিগত বিকাশের জন্য একটি প্রয়োজনীয় পরিবেশ প্রদান করে। স্কুলটি উত্সাহময় শিক্ষকগণের সাথে একটি সুস্থ শিক্ষার্থী সম্প্রদানে পরিপূর্ণ। সুপ্রশাসিত শিক্ষাক্রম, সর্বোত্তম শিক্ষা সুযোগ, এবং সমৃদ্ধ শিক্ষার্থী সম্প্রদান করে এই স্কুল পর্যাপ্ত সাশ্রয় দেয়।
এই স্কুলে শিক্ষার্থীদের জীবন শৃঙ্গে নিত্যনতুন চ্যালেঞ্জ সমৃদ্ধ হয়। শিক্ষার মাধ্যমে স্বপ্ন পূরণ করতে মত্বপূর্ণ উপযুক্তি এবং আত্মবিশ্বাস ডেভেলপ করা হয়। স্কুল পরিবেশে নৈতিকতা এবং মর্মানুষের শ্রেষ্ঠ মানবীয় মান্যতা সহায়ক শক্তি গড়ে তোলা হয়।
ইভেন্টস
এমবাপ্পে বোঝাচ্ছেন, কেন তিনি পিএসজির আরাধ্য
বাহরাইন সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী, উদ্বোধন করবেন দূতাবাস
কার্যকর হয়েছে ডলারের এক দাম, যেভাবে এই পদ্ধতি কাজ করবে
নিম্নতম মজুরি বোর্ডে চাকরির সুযোগ
অমর ২১ শে ফেব্রুয়ারি ২০২০
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০
নোটিশ বোর্ড
আগস্ট ২০২৩ মাসের বেতন (পূর্বেব বকেয়াসহ) পরিশোধ প্রসঙ্গে
সেপ্টেম্বর ২০২৩ মাসের বেতন (পূর্বের বকেয়াসহ) পরিশোধ প্রসঙ্গে।
ইম্পর্ট্যান্ট লিংক
অধ্যক্ষের বাণী
অধ্যক্ষ
কথা অনস্বীকার্য যে, যুগ বা সময়ের পরিবর্তনের সাথে সাথে চাহিদারও পরিবর্তন হয়। প্রযুক্তি নির্ভর একুশ শতক হচ্ছে প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে উর্বর সময়। এরই ধারাবাহিকতায় একটা Official Website চালু করা হলো। এতে প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়াদি যেমন- বিভিন্ন নোটিশ, ভর্তি কার্যক্রম, বর্ষপুঞ্জি, পাঠ্যসূচী, ছাত্র-ছাত্রীদের কলেজে উপস্থিতি, পরীার সময়সুচী, লাইব্রেরী ব্যবস্থাপনা, যাবতীয় একাউন্ট (হিসাব নামা) ইত্যাদি সংযুক্ত থাকবে। প্রাথমিকভাবে এতে কিছু কিছু বিষয়ের অসম্পুর্ণতা থাকলেও পর্যায়ক্রমে এর পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হবে বলে আশা করছি। এর সফল বাস্তবায়নের জন্য সংশিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সভাপতির বাণী
সভাপতি
কথা অনস্বীকার্য যে, যুগ বা সময়ের পরিবর্তনের সাথে সাথে চাহিদারও পরিবর্তন হয়। প্রযুক্তি নির্ভর একুশ শতক হচ্ছে প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে উর্বর সময়। এরই ধারাবাহিকতায় একটা Official Website চালু করা হলো। এতে প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়াদি যেমন- বিভিন্ন নোটিশ, ভর্তি কার্যক্রম, বর্ষপুঞ্জি, পাঠ্যসূচী, ছাত্র-ছাত্রীদের কলেজে উপস্থিতি, পরীার সময়সুচী, লাইব্রেরী ব্যবস্থাপনা, যাবতীয় একাউন্ট (হিসাব নামা) ইত্যাদি সংযুক্ত থাকবে। প্রাথমিকভাবে এতে কিছু কিছু বিষয়ের অসম্পুর্ণতা থাকলেও পর্যায়ক্রমে এর পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হবে বলে আশা করছি। এর সফল বাস্তবায়নের জন্য সংশিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।