সবুজ উদ্যানকে নগরজীবনের ফুসফুস হিসেবে গণ্য করা হয়। ফুসফুস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি নগরও বাঁচতে পারে না প্রয়োজনমতো সবুজ উদ্যান বা পার্ক ছাড়া।
দেড় কোটি জন-অধ্যুষিত ঢাকা শহরে সবুজ উদ্যান কিংবা উন্মুক্ত খোলা জায়গার পরিমাণ খুবই কম। আবার যেটুকু আছে, দখল-দূষণের শিকার হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে পার্ক বা উদ্যান আছে মাত্র ২৭টি।
এর মধ্যে ৬টি পার্ক ইজারাদারের হাতে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটিতে পার্ক রয়েছে ২৩টি। ঘনবসতিপূর্ণ এই শহরে প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পার্ক থাকার কথা।