দফায় দফায় মনোনয়নের তালিকা প্রকাশ করেও নির্ধারিত আসন পূরণ করতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত উর্দু, ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ। গত বছর এ চার বিভাগের মোট ১৩০টি আসন কমানো হলেও এসব বিভাগে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীর খরা দেখা যাচ্ছে।
উর্দু, ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম এখন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে হয়ে থাকে। গত ৬ মে এই ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। নতুন এ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রমও গত মাস থেকে শুরু হয়েছে। অথচ এখনো মোট ১২৯টি আসন ফাঁকা আছে উর্দু, ফারসি, সংস্কৃত ও পালি বিভাগে।